মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় অস্ত্র ও গুলিসহ শ্রমিক দলের সাবেক সভাপতি গ্রেফতার

রূপসা প্রতিনিধি

র‌্যাব-৬ অভিযান চালিয়ে খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রাম থেকে উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ (৪৫) কে একটি বিদেশী পিস্তল ও গুলি সহ গ্রেফতার করেছে। এ ব্যাপারে রূপসা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

থানা পুলিশ জানায়, র‌্যাব-৬ এর কর্মকর্তা পুলিশ ইন্সপেক্টর রমজান আলী আজ ২৮ ডিসেম্বর ভোরে রূপসা উপজেলার বাগমারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় রূপসা শ্রমিক দলের সাবেক সভাপতি, মৃত মিনহাজ উদ্দিনের পুত্র মাসুম বিল্লাহ (৪৫) কে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র‌্যাব। আটক মাসুম বিল্লাহ গত কয়েক মাস পূর্বে র‌্যাবের হাতে ক্রস ফায়ারে নিহত সাবেক নৈহাটী ইউপি চেয়ারম্যান মোস্তফা কামালের সহোদর।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন