সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

গিলাতলায় রিমাজ স্মৃতি ফুটবলে শিরোমনির জয়লাভ

ফুলবাড়িগেট প্রতিনিধি

গিলাতলার মহসেন শ্রমিক কলোনি মাঠে রিমাজ স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের ৩য় খেলা সোমবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয় । খেলায় শিরোমনি ফুটবল একাডেমি এ্যাজাক্স ফুটবল ক্লাব এর মুখোমুখি হয় । খেলায় শিরোমনি ফুটবল একাডেমি ৪ – ০ গোলের ব্যবধানে জয়লাভ করে । বিজয়ী দলের ২ গোল করে ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হয় । খেলা শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার দেন সমাজ সেবক শেখ জিয়াউর রহমান । খেলা পরিচালনা করেন মোঃ মোক্তার হোসেন মিঠু।

আজ মঙ্গলবার প্রথম পর্বের শেষ খেলায় শাপলা একাদশ চরকা এসপিসি পোল লিঃ এর মুখোমুখি হবে ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন