মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চালনা পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

চালনা পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী আবুল খয়ের খান আর নেই। আজ সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩ টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন… আমরা তো আল্লাহর এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাবো) । করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোজাফ্ফর হোসেন এ তথ‌্য জা‌নি‌য়ে‌ছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আবুল খয়ের খান দাকোপের চালনা পৌরসভার নলোপাড়া গ্রামের মৃত আয়জ উদ্দিনের ছেলে।

চালনা পৌর নির্বাচনে বিএন‌পির মেয়র প্রার্থী মরহুম আবুল খায়ের খানের নামাজে জানাজা ২৯ ডিসেম্বর সকাল ১১টায় চালনা ডাকবাংলা চত্বরে অনুষ্ঠিত হবে।

পরিবার ও হাসপাতাল সুত্রে জানা যায়, গত ৩ ডিসেম্বর করোনা শনাক্ত হয় তার। করোনা আক্রান্ত হওয়ার পর খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রতীক বরাদ্দের পর তিনি আর এলাকায় ফিরতে পারেননি। পরে ২৩ ডিসেম্বর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতলের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

দলীয় সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে জাতীয়বাদী যুবদলের মাধ্যমে বিএনপির রাজনীতিতে সক্রিয় নেতৃত্বে অংশ নেন তিনি। এরপর ১৯৮৮ সাল থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দাকোপ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া খুলনা জেলা বিএনপির সহ-সভাপতিসহ দলের বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি। ২০০৪ সালে চালনা পৌরসভার প্রশাসক হিসেবে ১৩ মাস দায়িত্ব পালন করেন বিএনপি নেতা আবুল খয়ের খান।

 

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন