শুরুতে কথা ছিল গতকাল (২৫ ডিসেম্বর) ও আজকের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্টের প্রাথমিক দল। আর নতুন বছরের (২০২১) প্রথম দিন হবে সেই দল ঘোষণা। কিন্তু ভেতরের খবর- দল গঠন, ক্রিকেটার নির্বাচন ও ঘোষণা সবই পিছিয়ে যাচ্ছে। নতুন খবর হচ্ছে, আগামী জানুয়ারির প্রথম দিন নয়, প্রথম সপ্তাহে হবে দল ঘোষণা। তবে সে দলও পুরোপুরি ওয়ানডে আর টেস্টের প্রাথমিক দল নয়। শুধুই ওয়ানডের প্রাথমিক দল। খোদ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন এ তথ্য।
আজ শনিবার সন্ধ্যায় নান্নু জানান, ‘আমরা এখনো দল চুড়ান্ত করিনি। আগে কথা ছিল ২৫/২৬ ডিসেম্বরের মধ্যে দল নির্বাচনের কাজ শেষ হয়ে যাবে; কিন্তু এখনকার খবর ভিন্ন। আমরা আগামী ২৮-২৯ ডিসেম্বরের আগে ক্রিকেটার নির্বাচনের কাজ শেষ করতে পারবো না।’
তিনি আরো বলেন, ‘আর ২৯ ডিসেম্বর নাগাদ তালিকা বোর্ডে জমা দেয়ার পর বিসিবি প্রধান পাপন ভাইয়ের (নাজমুল হাসান) অনুমোদনের পর দল ঘোষণা করা হবে। এখনকার প্রেক্ষাপটে মনে হচ্ছে সেটা করতে করতেও কয়েক দিন লাগবে। তাই ১ জানুয়ারী দল ঘোষণা নাও হতে পারে। তা ক’দিন পিছিয়েও যেতে পারে।’
এদিকে ক্রিকেটার নির্বাচন আর দল ঘোষণাই শুধু নয়, পিছিয়ে যাচ্ছে জাতীয় দলের অনুশীলনও। আগে জানানো হয়েছিল ৭ ডিসেম্বর শুরু হবে অনুশীলন; কিন্তু আজ শনিবার প্রধান নির্বাচক জানালেন, ‘অনুশীলন শুরু করতে করতে ৯-১০ ডিসেম্বর সময় লেগে যাবে।’
তার ব্যাখ্যা, ‘আমরা ২০ থেকে ২২ (খুব সম্ভবত ২২) জনের প্রাথমিক দল ঘোষণা করবো। সেটা শুধুই ওয়ানডের জন্য। সেই দলের প্রতিটি সদস্য থাকবে হোটেল সোনারগাঁও প্যানপ্যাসিফিকে জৈব সুরক্ষা বলয়ে। সেই জৈব সুরক্ষা বলয়ে ঢোকার আগে তাদের কোভিড-১৯ টেস্ট করানো হবে। সেই টেস্টে যাদের নেগেটিভ আসবে, তারাই জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে পারবে। সেই টেস্ট হবে ৮ ডিসেম্বর।’
প্রধান নির্বাচক আরও জানালেন, আগে তারা ভেবেছিলেন, ওয়ানডে আর টেস্ট মিলে এক সাথে ২২-২৩ জনের প্রাথমিক দল দেয়া হবে; কিন্তু এখন আর তা হবে না। ওয়ানডে আর টেস্ট স্কোয়াড হবে আলাদা আলাদা। আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা হবে।
সেই ২২ জনের দল হোটেলে জৈব সুরক্ষা বলয়ে থেকে ১৪ আর ১৬ জানুয়ারি শেরে বাংলায় নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১৭ ডিসেম্বর ওয়ানডে স্কোয়াড ঘোষণা হবে। একইভাবে ওয়ানডে সিরিজের মাঝামাঝি দ্বিতীয় ওয়ানডের দিন ঘোষণা হবে টেস্ট দল। সেখানেও থাকবে একটি প্রাথমিক দল। সেই দলের মধ্য থেকে কেউ কেউ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চার দিনের ম্যাচও খেলবেন। এরপর ৩ ফেব্রুয়ারি প্রথম টেস্টের আগে ঘোষণা করা হবে টেস্টের চূড়ান্ত দল।
এদিকে ক্রিকেটারদের সাথে হোটেলে জৈব সুরক্ষা বলয়ে থাকবেন জাতীয় দলের সব ভিনদেশি কোচিং স্টাফরাও। বড় দিনের ছুটি কাটিয়ে জাতীয় দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো ঢাকা আসছেন ৬ জানুয়ারির মধ্যে। বাকিরাও ৫-৬ জানুয়ারির মধ্যে চলে আসবেন বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
খুলনা গেজেট/এ হোসেন