গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ব্রীজের রেলিং থেকে পড়ে নিখোঁজ ওয়ার্কশপ শ্রমিক মোরাদ শেখ (২২) এর লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। শনিবার সকাল পৌনে ১০টায় উলপুর ব্রিজের কাছে নদীর পানির নিচ থেকে ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
নিহত মোরাদ শেখ সদর উপজেলার গোবরা গ্রামের খোকা মিয়া শেখের ছেলে। সে উলপুর বাজারে রাসেল শেখের ওয়ার্কসপের একজন শ্রমিক ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার রাত ৮টার দিকে মোরাদ শেখ কয়েকজন বন্ধুদের সাথে কাজ শেষে ব্রিজের রেলিং এর উপর বসে গল্প করছিল। হঠাৎ করে সে রেলিং থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ওই যুবককে খুঁজে পায়নি। রাতেই খুলনায় ডুবুরি দলকে খবর দেয়া হয়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ হোসেন জানান, আজ শনিবার সকালে হুমায়ন কবীরসহ ৩ সদস্যের একটি ডুবুরি দল খুলনা থেকে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং নিহতের লাশ উদ্ধার করেন।
খুলনা গেজেট/এনএম