মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খালিশপুর আল-ফালাহ্ একাডেমী পরিচালনা পর্ষদের সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

খালিশপুরের ঐতিহ্যবাহী আল-ফালাহ্ একাডেমী নির্বাচন পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ক্বারী মো. ইউনুস আলী।

সভায় করোনা পরিস্থিতিতে নতুন বছরের শুরুতে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দশনা অনুযায়ী বই বিতরণসহ শিক্ষাকার্যক্রম পরিচালনা সংক্রান্ত নানা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে সভায় খুলনা কর অঞ্চলের সাবেক কর কমিশনার মোঃ ইকবাল হোসেন এর সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলীর পরিচালনায় বক্তৃতা করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম নূর হাসান জনি, পরিচালনা পর্ষদের সদস্য সাংবাদিক মোহাম্মদ মিলন, সদস্য মো. সাদাকাত হোসেন, শাকিল আহমেদ ও মো. আবু তালেব, সহকারি প্রধান শিক্ষক হাফিজা খানম, শিক্ষক মুহাম্মাদ আলী, শাহীনা ইয়াসমিন, জাহাঙ্গীর হোসেন, রেশমা খাতুন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন