মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দাকোপের শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক সহায়তা প্রদান

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপ উপজেলার শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় মুজিববর্ষে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের কার্যালয়কক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুদান হিসেবে ওই চেক হস্তান্তর করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি প্রসেনজিৎ রায়। এর আগে অনলাইনে (জুম অ্যাপস্) উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।

এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন দাকোপ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সোহেল হোসেন, স্থানীয় সমাজসেবক মো. ফরিদ আহমেদ, প্রধান শিক্ষক চিরঞ্জীব রায়সহ শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তি।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন