মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় লিপু হত্যায় ফারুক মোল্যার স্বীকারোক্তি

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় মোল্যা হেমায়েত হোসেন লিপু হত্যা মামলায় রিমান্ডে থাকা চরমপন্থী নেতা ফারুক মোল্যা মঙ্গলবার দুপুরে খুলনা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। জবানবন্দী রেকর্ড শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। অপর আসামী মিন্টু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে।

ওসি মাহাতাব উদ্দিন জানান, লিপু হত্যার ঘটনায় ফারুক মোল্যাকে গত শনিবার ৪ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের কাছে ১৬১ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করলে তাকে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দীর জন্য নেয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে চরমপন্থী নেতা ফারুক কৌশলে নিজেকে আড়াল করার চেষ্টা করে। তবে তার দেয়া সূত্র ধরে তদন্ত কাজের অগ্রগতি হবে। তার জবানবন্দী রেকর্ড শেষে বিকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর পূর্বে সোমবার রিমান্ডে আনা আসামী মুরাদ হোসেন শেখ এর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামী মিন্টু শেখকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ জানিয়েছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার রাত ৭ টায় ফুলতলা গরু হাট এলাকায় হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সামনে সন্ত্রসীরা মোল্যা হেমায়েত হোসেন লিপুকে গুলি করে নির্মমভাবে হত্যা করে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন