মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় হাম-রুবেলা টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

ফুলতলা প্রতিনিধি

দেশব্যাপী হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন এর উদ্বোধন শনিবার বেলা ১১টায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: জেসমিন আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মোঃ সাইদুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার খুলনার প্রতিনিধি ডা: সৈয়দ আহসান রিজভী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আযাদ, ডাঃ সিরাজুম মুনিরা, জেলা সিসিটি মোঃ মোহাব্বত হোসেন, ইপিআই কর্মকর্তা ইয়াসমিন আক্তার, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, মোঃ নেছার উদ্দিন, অনুপ বিশ্বাস প্রমুখ।

প্রসংগতঃ ফুলতলা উপজেলায় ১৯ ডিসেম্বর ২০২০ থেকে ২৮ জানুয়ারী ২০২১ তারিখ পর্যন্ত ২৯০ টি টিকা কেন্দ্রর মাধ্যমে ৯মাস থেকে ১০ বছরের কম বয়সের শিশুদের সর্বমোট ২৪ হাজার ৬৪জনকে এ টিকা প্রদান করা হবে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে সিভিল সার্জন খুলনার সহযোগিতায় ফুলতলা উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক স্তরের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন