বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বল হাতে দারুণ কেটেছে মুস্তাফিজুর রহমানের। গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে পুরো টুর্নামেন্টে ১০ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত বোলিংয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। শুধু তাই নয়, সেরা বোলারও নির্বাচিত হয়েছেন কাটার মাস্টার। টুর্নামেন্ট সেরা হয়ে তিন লাখ টাকা পুরস্কার পেয়েছেন মুস্তাফিজ। সেরা বোলার হয়ে পেয়েছেন আরো দুই লাখ টাকা। সব মিলিয়ে পাঁচ লাখ টাকা পেয়েছেন বাঁহাতি পেসার।
ফাইনাল ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে পাঁচ রানে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে জেমকন খুলনা। ব্যাট হাতে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি পেয়েছেন এক লাখ টাকা। সেরা ব্যাটসম্যান হয়ে দুই লাখ টাকা পেলেন চট্টগ্রামের ওপেনার লিটন দাস।
এ ছাড়া বিশেষ পারফরম্যান্সের জন্য আরো চারজনকে পুরস্কার দেওয়া হয়েছে। তাঁরা হলেন নাজমুল হোসেন শান্ত, পারভেজ হাসান ইমন, শরিফুল ইসলাম ও রবিউল ইসলাম রবি। এই ক্যাটাগরিতে চারজন খেলোয়াড় এক লাখ করে মোট চার লাখ টাকা পেয়েছেন। সব মিলিয়ে ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য মোট সাত ক্যাটাগরিতে ৪৮ লাখ টাকা পেয়েছেন ক্রিকেটাররা। এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৫৫ রান করে জেমকন খুলনা। জবাবে নির্ধারিত ওভারে ১৫০ রানে থামে গাজী গ্রুপ চট্টগ্রাম।
এক নজরে দেখে নিন কার কোন পুরস্কার
চ্যাম্পিয়ন দল: খুলনা (প্রত্যেক খেলোয়াড় দেড় লাখ টাকা)
রানার্স আপ: চট্টগ্রাম (প্রত্যেক খেলোয়াড় ৭৫ হাজার টাকা)
প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট: মোস্তাফিজুর রহমান- ২২ উইকেট (৩ লাখ টাকা)
প্লেয়ার অব দ্য ফাইনাল: মাহমুদউল্লাহ রিয়াদ – ৭০ রান (১ লাখ টাকা)
বেস্ট ব্যাটসম্যান অব দ্য টুর্নামেন্ট: লিটন কুমার দাশ – ৩৯৩ রান (২ লাখ টাকা)
বেস্ট বোলার অব দ্য টুর্নামেন্ট: মোস্তাফিজুর রহমান- ২২ উইকেট (২ লাখ টাকা)
বিশেষ পারফরম্যান্স:
১) নাজমুল হোসেন শান্ত (ব্যাটিং: ১০৯)
২) পারভেজ হোসেন ইমন (ব্যাটিং: ১০০*)
৩) শরীফুল ইসলাম (বোলিং: ২৭/৩)
৪) রবিউল ইসলাম রবি (বোলিং: ২৭/৫)
(প্রত্যেকে ১ লাখ টাকা করে)