মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে পিকআপের ধাক্কায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর লবনচরা থানা এলাকায় পিকআপের ধাক্কায় আখতার হোসেন (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লবনচরা থানাধীন দারোগার বিল এলাকায় ইটের খোয়া কুঁড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি নগরীর লবনচরার বোখারীপাড়া এলাকার মৃত আলী হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লবনচরা থানাধীন দারোগার বিল এলাকায় কাজের মধ্যে কিছু ইটের খোয়া রাস্তায় গেলে সেগুলো কুঁড়াতে গিয়েছিলেন শ্রমিক আখতার হোসেন। সেই ইটের খোয়া রাস্তায় থেকে উঠাতে গেলে জিরোপয়েন্ট থেকে আসা একটি পিকআপ নির্মাণ শ্রমিক আখতার হোসেনকে ধাক্কা দিলে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি। ঘটনাস্থলের অন্য শ্রমিকরা আকতার হোসেনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জরুরি চিকিৎসা দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। দুপুর পৌনে একটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন