মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ২০ বোতল ফেন্সিডিলে ৫ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

মাদক মামলায় মোঃ সাগর মোল্লা নামের এক ব্যক্তিকে পাচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে পাচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে পাঁচ মাসের বিনাশ্রম দেয়া হয়েছে। মঙ্গলবার ( ১৫ ডিসেম্বর) দুপুরে খুুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সাগর মোল্লা পালাতক ছিলেন। সে খুলনার কাশিপুর রাজধানী মোড়ের মোঃ শাহাজাহান মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানাগেছে, ২০১৮ সালের ২৫ এপ্রিল মাদক বিক্রেতা সাগর মোল্লাকে দৌলতপুর ডিসি রোডস্থ জয় জুট প্রেস হাউস মেইন গেটের সামনে ২০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে পুলিশ।



এ ব্যাপারে পুলিশ দৌলতপুর থানায় মামলা দায়ের করে। একই বছরের ৩০ জুন দৌলতপুর থানার এস আই মোঃ কামরুজ্জামান সাগর মোল্লাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আাট জনের সাক্ষ্য শেষে আদালত তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। আসামি সাগর পলাতক থাকায় তার বিরূদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন