শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলায় ২৫ কেজি হরিণের মাংস সহ ৪ জন আটক

মোংলা প্রতিনিধি

সুন্দরবন থেকে শিকার ও পাচার হয়ে আসা ২৫ কেজি হরিণের মাংস ও ২টি মটরসাইকেল সহ ৪ জনকে আটক করেছে মোংলা থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চিলা ইউনিয়নের হলদিবুনিয়ার বালুর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের শেষে আটকৃতদের আদালতের মাধ্যামে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, একদল হরিণ শিকারী বনের মায়াবি হরিণ শিকার করে উপকুলে এনে তা বিক্রি করছে এমন সংবাদ পেয়ে পুলিশ চাদঁপাই রেঞ্জের চিলা ইউনিয়নের বালুর মোড় এলাকায় অভিযান চালায় । এ সময় দু’টি মটরসাইকেলের ৪ আরোহীকে চ্যালেঞ্জ করলে তাদের সঙ্গে থাকা ব্যাগ ভর্তি হরিণের নিয়ে পালানোর চেষ্টা করলে এনজিও হীড বাংলাদেশ কর্মী চিন্ময় মন্ডল, টিটো মন্ডল এবং নাজমুল মল্লিক ও অনিমেষ মন্ডল নামের এ ৪ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের হয়। আর জব্দকৃত হরিণের মাংস আদালতের নির্দেশনায় মাটি চাপা দেয়া হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন