রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দারুণ ছন্দে থাকায় পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে জায়গা করে নিতে চায় জিদান শিষ্যরা। মাদ্রিদে এ ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৩টায়।
লা লিগায় চলতি মৌসুমে টেবিলের লড়াইটা বেশ জমে উঠেছে। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার রিয়াল সোসিয়েদাদ। ২ ম্যাচ কম খেলেও সমান পয়েন্ট নিয়ে দুইয়ে সিমিওনের অ্যাতলেটিকো মাদ্রিদ। আর ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
এবার ঘরের মাঠে লস ব্লাঙ্কসদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। সম্প্রতি দের্পোতিভো আলাভেস ও শাখতার দোনেৎস্কের কাছে হারায়, সুসময়ের খোঁজে ছিলেন রিয়াল কোচ জিদান। কৌশলে পরিবর্তন করেই সাফল্যের দেখা পান ফরাসি এই কোচ।
ব্যাক টু ব্যাক ম্যাচ জয়ের পর, সবশেষ মাদ্রিদ ডার্বিতে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রিয়াল শিবির। তাইতো টেবিলের ১৩ নম্বরে থাকা বিলবাওয়ের বিপক্ষে দলগত পারফরম্যান্স উপহার দিয়ে, জয় পেতে বদ্ধ পরিকর রামোস-লুকা মদ্রিচরা। যদিও সমীকরণ বলছে, বড় ব্যবধানে জিততে পারলে শীর্ষে যাওয়ার সুযোগ থাকবে ৩৪ বারের শিরোপা জয়ীদের।
শক্তিমত্তা কিংবা কাগজে কলমে অ্যাথলেটিক বিলবাওয়ের চেয়ে অনেকটাই এগিয়ে রিয়াল মাদ্রিদ। আর পরিসংখ্যানও কথা বলছে লস ব্লাঙ্কসদের পক্ষেই। দু’দলের ৫৬ বারের লড়াইয়ে রিয়ালের ৩৫ জয়ের বিপরীতে ১১ জয় পায় বিলবাও।
রিয়াল মাদ্রিদে বেশ কিছু ইনজুরি সমস্যা আছে। ইনজুরির কারণে ইডেন হ্যাজার্ড-লুকা জবিচের সার্ভিস মিস করবে স্বাগতিকরা। নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকছেন ক্যাসেমিরো। তারপরও করিম বেনজেমা-ভিনিসিয়াস-টনি ক্রুসরা ইতিবাচক খেলতে পারলে প্রত্যাশিত জয় পাওয়া সম্ভব।
রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান বলেন, দেখুন, গেলো তিন ম্যাচে ফুটবলাররা বেশ ছন্দে রয়েছে। ঘরের মাঠে খেলা তাই নির্ভার আমরা। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাই প্রত্যয়ী। আমরা পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামব। আশা করছি পরিকল্পনা অনুযায়ী মাঠে খেলবে ফুটবলাররা।
মৌসুমে রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। তাইতো ম্যাচটি জিতে নিজেদের অবস্থানটা আরও সুদৃঢ় করতে চায় জিদান বাহিনী।