মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ভাসমান মানুষের মাঝে দুরন্ত প্রত্যয়’র কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

খুলনার একদল তরুণদের উদ্যমহীন পথচলা। যে পথ চলার শুরু হয়েছিলো ১১ জুলাই ২০১৫ তে, আজোও থেমে নেই সেই পথচলা। টীম দুরন্ত প্রত্যয়, প্রতিবছরই খুলনার প্রত্যন্ত এলাকা ঘুরে ঘুরে খুঁজে বের করে অসহায় বিভিন্ন মানুষদেরকে এবং বাড়িয়ে দেয় মানবতার হাত । তারই সূত্র ধরে চলতি বছরে করোনার প্রকোপের মধ্যেও খুলনার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ৮০ জন শীতার্থদের কাছে পৌছে দেওয়া হয় “দুরন্ত প্রত্যয়”র নিজস্ব অর্থায়নে কেনা কম্বল।

সংগঠনটির ১৫ জনের একটি টীম গভীর রাতে খুলনা মহানগরীর ময়লাপোতা, রেল স্টেশন, ৭নংঘাট, বয়রা, কাস্টমঘাট ও খালিশপুরসহ বিভিন্ন স্থান ঘুরে ঘুরে এই সহায়তা প্রদান করে। ভবিষ্যতেও এই ধরনের সমাজসেবামূলক কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদী সংগঠনটির সদস্যরা।

খুলনা গেজেট/জেআইআর/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন