Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content
মাদক বিরোধী অভিযানে র‌্যাব-৬

ঝিনাইদহে ১১৬লিটার মদসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহের সদরের আরাপপুর মোড়ে বৃহস্পতিবার পৃথক অভিযানে ১১৬লিটার মদসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এসব ঘটনায় ঝিনাইদহ থানায় মামলা হয়েছে।
র‌্যাব-৬ মিডিয়া অফিসার এএসপি মোঃ মাহবুব-উল-আলম জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝিনাইদহের স্থানীয় আরাপপুর মোড়ের তানিয়া হোটেল এন্ড সুইটস’র সামনে থেকে ৫২লিটার দেশী চোলাই মদসহ শ্রী মিঠুন (২৬) কে গ্রেফতার করা হয়। সে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন বৃত্তিপাড়ার বাসিন্দা মৃত ষষ্ঠী কুমারের পুত্র।

অন্যদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে, ঝিনাইদহ সদরের চাঁদপাড়া বাঘামারা ব্রীজ এলাকা থেকে ৬৪লিটার দেশী চোলাই মদসহ দু’জনকে গ্রেফতার করা হয়। তারা হল- ঝিনাইদহের শৈলকুপা কোর্টপাড়া আবাসন এলাকার আনন্দ লালের পুত্র চিত্ত লাল (৩৫) ও শৈলকুপা বাজারপাড়া এলাকার মৃত মজিবর বিশ্বাসের ছেলে মোঃ শাহিন আকতার (৪০)। আসামীদেরকে ঝিনাইদহ সদর থানায় করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন