মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

চালনা পৌর নির্বাচনে নৌকার সমর্থনে মিছিল ও পথসভা

দাকোপ প্রতিনিধি

আসন্ন চালনা পৌরসভা নির্বাচনে পৌর আ’লীগের আয়োজনে নৌকা প্রতীকের সমর্থনে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টায় আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী সনতকুমার বিশ্বাস নৌকা প্রতীকের সমর্থনে চালনা বৌমার গাছতলা দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রচারণা ও মিছিল শুরু হয়। মিছিল টি চালনা পৌরসভার ৯ টি ওয়ার্ড প্রদক্ষিণ করে দালীয় কার্যালয়ের সামনে এসে পথ সভার মধ্যদিয়ে শেষ হয়।

পৌর আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি শেখ আবুল হোসেন। বক্তৃতা করেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পান খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবদুল কাদের, কামার খোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, আ’ লীগ নেতা এ বিএম রুহুল আমীন, পৌর আ’লীগ নেতা শিপন ভুইয়া, শ্রমিকলীগ নেতা গোবিন্দ বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের জি এম রেজা, যুবনেতা জাহিদুর রহমান মিলটন, আরাফ আজাদ সাবেক ছাত্রলীগের নেতা রতন কুমার মন্ডল, আজগর হোসেন বাপ্পী, পৌর ছাএ নেতা রাসেল কাজী, রাহুল রায় প্রমুখ।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন