কালো-কুজ্ঝ এক ধোঁয়াশার মতো,
ভয়াবহ প্রকটতার ধূমাবতীর দিগম্বরী কেশের মতো-
লাশের এক মৃত্যুমিছিল ধেয়ে আসছে আমার পানে,
আমার নির্লিপ্ততা, আমার উদাসীনতা আমায় ডুকরে কাঁদায়!
ওদের কারো কারো আমার মতোই শিশু সম্তান ছিলো,
ওরাও চেয়েছিলো বাঁচতে এই শ্মশানের নগরে!
আমি সেদিন নিশ্চুপ ছিলাম,
ভেবেছিলাম- “এই তো আছি বেশ! “
উপদ্রুত এক উপকূলের মতো,
ঝঞ্ঝা-বিক্ষুব্ধ এক ধাবমান জলোচ্ছ্বাসের মতো-
মিছিল ধেয়ে আসছে আমার পানে,
আমার পালাবার কোনো পথ আজ আর খোলা নেই!
আমিও মিশে যাবো তাদের স্রোতে,
কখনো কোথাও কেউ আর খুঁজে পাবে না আমার অস্তিত্বকে।
মনে রেখো-
” তোমার কিংবা তোমাদেরও পালাবার পথ নেই! “
খুলনা গেজেট/কেএম