খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  ৭ ব্যক্তিকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী
  নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৭

দিঘলিয়ার যোগিপোল ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি অনিয়মসহ নানা অভিযোগে দিঘলিয়া উপজেলার ৬ নং যোগিপোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আনিসুর রহমানের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। গতকাল বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেন।

প্রজ্ঞাপন সুত্রে জানা গেছে, চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ডের তালিকা প্রণয়নে অনিয়ম, হোল্ডিং ট্যাক্সের টাকা আত্মসাত, পরিষদের আয়-ব্যয়ের হিসেব সদস্যদের অবহিত না করা , জমি আছে ঘর নেই প্রকল্পসহ নানা অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে উক্ত পরিষদের ১০ সদস্য অনাস্থা উত্থাপন ও গোপন ব্যালোটের মাধ্যমে ভোট হয়। যার দুই তৃতীয়াংশ তার বিপরীতে পড়ে। জেলা প্রশাসক ও প্রেরিত অনাস্থা প্রস্তাবটি সরকার কর্তৃক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৯(১৩) ধারা অনুযায়ী অনুমোদিত হওয়ায় তার পদটি শূন্য এবং তা কার্যকরের জন্য আদেশ দেয়া হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!