শনিবার । ৩১শে জানুয়ারি, ২০২৬ । ১৭ই মাঘ, ১৪৩২

মাঠে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বিসিবির নতুন নির্দেশনা

ক্রীড়া প্রতিবেদক

নিরাপত্তা শঙ্কা বিবেচনায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশের ক্ষেত্রে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন থেকে বিসিবির নির্ধারিত সূচি বা বিশেষ আমন্ত্রণ ছাড়া চাইলেই আর স্টেডিয়াম প্রাঙ্গণে ঢুকে কাজ করতে পারবেন না সংবাদকর্মীরা। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানিয়েছে বিসিবি, যা অবিলম্বে কার্যকর করার ঘোষণা দেয়া হয়েছে।

বিসিবির নতুন নির্দেশনা অনুযায়ী, গণমাধ্যমকর্মীদের মাঠে প্রবেশের সুযোগ আগের তুলনায় অনেকটা সীমিত করা হয়েছে। সংবাদকর্মীরা কেবল ১ নম্বর গেইট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তবে এই প্রবেশাধিকার শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রযোজ্য হবে।

ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এমন কোনো অনুষ্ঠান অথবা বিসিবির আগে থেকে নির্ধারিত ট্রেনিং বা প্র্যাকটিস সেশন কাভার করার জন্য কেবল তারা স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবেন। এর বাইরে সাধারণ দিনগুলোতে স্টেডিয়াম বা বিসিবি কার্যালয়ে সংবাদকর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিসিবির পক্ষ থেকে স্টেডিয়াম এবং অফিস প্রাঙ্গণে নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ সঠিকভাবে মেনে চলার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে। মূলত নিরাপত্তা পরিস্থিতি পুনর্বিবেচনা করেই বোর্ড এমন কঠোর অবস্থানে গিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এখন থেকে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিসিবির এই নতুন প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করতে হবে।

উল্লেখ্য, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ না নেয়ায় মিরপুরের হোম অব ক্রিকেটে বর্তমানে জাতীয় দলের কোনো ব্যস্ততা নেই। তবে বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে মিরপুরে। তার আগে ঘরোয়া ক্রিকেটারদের নিয়ে একটি বিশেষ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন