সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মোহাম্মদ ওয়াসিম আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ জনের দলকে নেতৃত্ব দেবেন। এশিয়া ও পূর্ব এশিয়া-প্যাসিফিক কোয়ালিফায়ারে সুপার সিক্সে জাপানের বিপক্ষে জিতে ২০ দলের টুর্নামেন্টে জায়গা পেয়েছে তারা।
এনিয়ে তৃতীয়বার বিশ্বকাপে অংশ নিচ্ছে আমিরাত। ২০১৪ ও ২০২২ সালের আসরে খেলেছিল তারা। বিশ্বকাপে ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলবে দলটি। ‘ডি’ গ্রুপে তারা আরও খেলবে কানাডা, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
স্কোয়াড: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা, ধ্রুব পারাশার, হায়দার আলী, হার্ষিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, মায়াঙ্ক কুমার, মোহাম্মদ আরফান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাওয়াদুল্লা, মোহাম্মদ জয়নব, রহিদ খান, শোয়েব খান, সিমরানজিত সিং।
খুলনা গেজেট/এএজে



