মোংলায় রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে বাবুল শেখ (৫৫) নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মোংলা ইপিজেড সংলগ্ন এলাকায় বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি।
নিহত বাবুল শেখ (৫৫) মোংলা উপজেলার চিলা ইউনিয়নের সিন্দুরতলা এলাকার আশরাফ আলী শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল শেখ ট্রেনলাইনের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন। ট্রেন আসতে দেখেও তিনি লাইন থেকে না নামায় ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছে।
খবর পাওয়ার সঙ্গে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে এমন খবর শুনেছি। এ ঘটনায় রেলওয়ে পুলিশ তদন্ত করছে।
খুলনা গেজেট/এএজে



