টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্ভাব্য বয়কট বিতর্ক এবার ভিন্ন মাত্রা পেল আইসল্যান্ড ক্রিকেটের রসিকতায়। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়ার ঘটনায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কড়া সমালোচনার পর পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানকে রীতিমতো ‘ট্রল’ করেছে আইসল্যান্ড।
আইসল্যান্ড ক্রিকেট তাদের অফিসিয়াল পোস্টে হাস্যরসের ছলে লিখেছে, পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তবে তাদের পরিবর্তে মাঠে নামতে তারা প্রস্তুত। পোস্টটিতে তারা আরও যোগ করে,‘পাকিস্তানের সিদ্ধান্ত দ্রুত জানা দরকার। কারণ ২ ফেব্রুয়ারি যদি তারা সরে দাঁড়ায়, তবে আমাদের কলম্বো পৌঁছানোর ফ্লাইট শিডিউল ঠিক করা কঠিন হয়ে যাবে। আর আমাদের ওপেনার নাকি আবার ঠিকঠাক ঘুমোতে পারে না!’ এই পোস্টটি মুহূর্তেই ক্রীড়ামোদীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
মূলত ভারতের নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে মহসিন নাকভি দাবি করেছিলেন, পূর্ণ সদস্য দেশ হিসেবে বাংলাদেশেরও পাকিস্তানের মতো ‘হাইব্রিড মডেল’ সুবিধা পাওয়া উচিত ছিল।
উল্লেখ্য, হাইব্রিড মডেলের অধীনে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে। তবে আইসিসি জানিয়েছে, স্বাধীন নিরাপত্তা মূল্যায়নে ভারতে বাংলাদেশের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি পাওয়া যায়নি। নাকভির এমন কড়া অবস্থানের পর পাকিস্তানও শেষ মুহূর্তে টুর্নামেন্ট বয়কট করতে পারে এমন আলোচনা জোরালো হয়। যদিও পিসিবি ইতোমধ্যে তাদের ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে।
খুলনা গেজেট/এএজে



