দেশ পরিচালনার সুযোগ দিলে শিক্ষার মান বাড়াতে বিএনপি নিয়ে আসবে এআই-ভিত্তিক কানেক্টেড স্কুল ও লার্নিং সিস্টেম বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ১০টায় তার ভোরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও সংযুক্ত করে এক পোস্টে এ কথা বলেন তিনি।
ওই পোস্টে তিনি বলেন, ‘‘আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিলে বিএনপি সরকার নিয়ে আসবে কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’, পরিবারে নারীদের অগ্রাধিকার দিয়ে ‘ফ্যামিলি কার্ড’, সবার স্বাস্থ্য সুরক্ষায় এআই-ভিত্তিক স্বাস্থ্য রেকর্ড, শিক্ষার মান বাড়াতে এআই-ভিত্তিক কানেক্টেড স্কুল ও লার্নিং সিস্টেম, তাৎক্ষণিক জরুরি অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য সেবা, অটোমেশনের মাধ্যমে দ্রুততম সময়ে পুলিশি ও নিরাপত্তা ব্যবস্থা, এআই পরিচালিত ইমিগ্রেশন সিস্টেম, স্বয়ংক্রিয় ভূমি ও কর ব্যবস্থাপনা এবং সরকারি ও বেসরকারি সেবা প্রতিষ্ঠানে প্রযুক্তি নির্ভর ওয়ান স্টপ সার্ভিস। ধানের শীষের অঙ্গীকার, দেশ হবে প্রযুক্তি নির্ভর সমন্বিত সেবার।’’
খুলনা গেজেট/এনএম



