বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

বাড়িতে পৌঁছেছেন স্ত্রী-সন্তানহারা ছাত্রলীগ নেতা সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও যশোর

বাগেরহাটে স্ত্রী ও সন্তানের মৃত্যুর পাঁচ দিন পর বাড়িতে পৌঁছেছেন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। বুধবার (২৮ জানুয়ারি) রাতে বাড়িতে পৌঁছেই তিনি সাবেকডাঙ্গা গ্রামে স্ত্রী ও সন্তানের কবরের কাছে যান। সেখানে শ্বশুর রুহুল আমিন হাওলাদার ও শ্যালক শাহনেওয়াজ আমিন শুভসহ স্থানীয়দের নিয়ে স্ত্রী-সন্তানের কবর জিয়ারত করেন সাদ্দাম। স্ত্রী ও সন্তানের কবরের মাটি ছুঁয়ে অঝোরে কাঁদেন তিনি। পরে স্ত্রী-সন্তানের রুহের মাগফিরাত কামনায় নিজেই মোনাজাত করেন।

মোনাজাতে সাদ্দাম বলেন, “আমি এক হতভাগা স্বামী, আমি এক হতভাগা বাবা। আমি আমার সন্তানকে কোলে নিতে পারিনি। তুমি আমার স্ত্রী ও সন্তানকে ক্ষমা করে দাও। আমার স্ত্রী যদি হত্যার শিকার হয়ে থাকে, তাহলে সঠিক তদন্তের মাধ্যমে তার বিচারের ব্যবস্থা করো।”

মোনাজাত শেষে তিনি শ্বশুরবাড়িতে যান। এ সময় সাদ্দামের পরিবার ও তার শ্বশুরবাড়ির পরিবারের সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এ সময় সাদ্দাম বলেন, “কারাগারে যাওয়ার পর আমাকে যশোর কারাগারে দেওয়া হয়েছে। তখন আমার স্ত্রী মনে করেছে, আমি আর কখনও বের হতে পারব না। আমি মনে করি, এটি পরিকল্পিত হত্যা। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।”

তিনি আরও বলেন, “আমি অনেকবার জামিন চেয়েছি, জামিন হয়নি। আমি আমার ছেলেকে কোলে নিতে পারিনি। আমার স্ত্রী ও সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো।”

এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। পাশাপাশি কারাগারে সাক্ষাতের সময় ১৫ দিনের পরিবর্তে ৭ দিন করার দাবি জানান।

এর আগে, এদিন দুপুর দুইটার দিকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জুয়েল হাসান সাদ্দাম। গত সোমবার হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তাকে ছয় মাসের জামিন দেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন