রবিবার । ২৫শে জানুয়ারি, ২০২৬ । ১১ই মাঘ, ১৪৩২

জামায়াতে ইসলামী রাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে : ফখরুল

গেজেট প্রতিবেদন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী রাজনীতিতে ধর্মকে ব্যবহার করছে, এটা ঠিক নয়। কারণ এদেশে সব ধর্মের মানুষ বসবাস করে।

রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাও মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, আমরা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। মানুষের কথা বলার স্বাধীনতা দিতে চাই।

মির্জা ফখরুল বলেন, আমরা আপনাদের আমানতের খেয়ানত করব না। সরকার গঠন করতে পারলে এলাকার উন্নয়ন করব। বর্তমান সরকার কৃষকদের সার দিতে ব্যর্থ। আমরা নির্বাচিত হলে কৃষি কার্ড দেবো কৃষকদের। যাতে তারা প্রয়োজনে ন্যায্যমূল্যে সার কিনতে পারেন। মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যে কার্ডের মাধ্যমে মায়েরা ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী, চিকিৎসাসহ সব সুবিধা পাবেন।

পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন