শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

চৌগাছায় বরযাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১২

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ১২ জন আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার টেঙ্গুরপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছী গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বরযাত্রীবাহী বাসটি অভয়নগরের উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল। পথিমধ্যে চৌগাছা উপজেলার টেঙ্গুরপুর মোড় পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় ও সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় বাসে থাকা নারী ও শিশুসহ ১২ যাত্রী আহত হন। আহতরা হলো, অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের আপন বিশ্বাস (১৫), নিমাই রায় (৮০), বিকাশ (৩৮), নয়ন (২৬), সাধন কুমার (৫০), গৌর বিশ্বাস (৪৫), চন্দ্রারাণী (২২), শ্রাবণী (১৮), পারুল হাজরা (৪৮) ও প্রীতি (১৭)। এছাড়া আহত হয়েছেন সদর উপজেলার হামিদপুর গ্রামের সুদীপ্ত সরকার (১৭) ও মাগুরা সদরের কয়ারী গ্রামের হৃদয় অধিকারী (১৮)। তবে গাড়িতে বর-বউ কেউ ছিলেন না।

দুর্ঘটনার পর বাসের অন্য যাত্রী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ ও মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন