যশোরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই আচরণবিধি লঙ্ঘনের দায়ে মনিরামপুর আসনের দুই প্রার্থীকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) যশোর-৫ (মনিরামপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের গণমিছিলের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, প্রতীক বরাদ্দের পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের (কলস প্রতীক) পক্ষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। কয়েক হাজার মানুষের ওই মিছিলের কারণে যশোর-সাতক্ষীরা মহাসড়কের পৌর শহর অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মিছিলটি শেষ না হতেই জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের (দাঁড়িপাল্লা প্রতীক) পক্ষে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আরেকটি গণমিছিল শুরু হয়। টানা দুটি বড় মিছিলের ফলে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) মাহিন দায়ান আমিন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস। এ সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের প্রতিনিধি নিস্তার ফারুককে ১ লাখ ৫০ হাজার টাকা এবং জামায়াত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের প্রতিনিধি আহসান হাবীব লিটনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
মনিরামপুরের এসিল্যান্ড মাহিন দায়ান আমিন জানান, মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি ও আচরণবিধি ভঙ্গ করায় এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
খুলনা গেজেট/এএজে

