শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

‘জন অভিনয় জানতেন না, বুদ্ধি খাটিয়ে টিকে গেছেন’

বিনোদন ডেস্ক

‘হেরা ফেরি’, ‘হাঙ্গামা’ কিংবা ‘গোলমাল’ নব্বই দশকের জনপ্রিয় সব কমেডি ছবির পরিচিত মুখ রিমি সেন। রূপালি পর্দায় এখন আর তাকে দেখা যায় না বললেই চলে। বর্তমানে বলিউড থেকে দূরে থাকলেও সমসাময়িক নানা বিষয়ে মন্তব্য করে প্রায়ই আলোচনায় আসেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ‘ধুম’ ছবির সহ-অভিনেতা জন আব্রাহামকে নিয়ে করা কিছু মন্তব্য ঘিরে নতুন করে শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। বিল্ডক্যাপসকে দেওয়া ওই সাক্ষাৎকারে রিমি সেন দাবি করেন, ক্যারিয়ারের শুরুর দিকে জন আব্রাহাম আদতে অভিনয়ই জানতেন না।

রিমির কথায়, ‘জন যখন মডেলিং থেকে অভিনয়ে এলেন, তিনি অভিনয়টা ঠিক বুঝতেন না। দর্শকরাও তখন তার অভিনয় নিয়ে সমালোচনা করত। কিন্তু জন সেই সমালোচনা নিয়ে কখনো পাল্টা মন্তব্য করেননি। তিনি অভিনয় জানতেন না, বুদ্ধি খাটিয়ে টিকে গেছেন।’

রিমির মতে, জন আব্রাহাম অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। তিনি নিজের সীমাবদ্ধতা জানতেন বলেই সে সময় এমন সব চরিত্র বেছে নিতেন, যেখানে খুব বেশি অভিনয়ের প্রয়োজন হতো না।

রিমি বলেন, ‘শুরুতে জন মূলত অ্যাকশন ধাঁচের ছবি বেছে নিতেন, যেখানে তাকে পর্দায় দেখতে ভালো লাগত। এর ফলে দর্শকরা তার অভিনয়ের ঘাটতি নিয়ে খুব একটা প্রশ্ন করার সুযোগ পেত না।’

রিমির ভাষ্যে, ‘জন যখন ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে শুরু করলেন, তখন তিনি ক্যামেরার সামনে সাবলীল হতে শুরু করেন এবং অভিজ্ঞতার মাধ্যমে অভিনয়ে দক্ষ হয়ে ওঠেন। এরপরই তিনি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সাহস পান। তিনি জানতেন তার দৌড় কতটুকু, আর এই স্বচ্ছ ধারণাই তাকে আজকের অবস্থানে এনেছে।’

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন