জামায়াতে ইসলামীর মহানগরী আমির খুলনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) খুলনার যোগীপোল ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
এসময় অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “খুলনা-৩ আসনে আর চাঁদাবাজ, দখলদার আর লুটেরাদের হাতে জিম্মি থাকবে না। এই আসন মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে।”
তার সঙ্গে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, দৌলতপুর থানা আমীর মোশাররফ আনসারী, সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজ, ইউনিয়ন সেক্রেটারি এম. রহমান, ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মেহেদী হাসানসহ শ্রমিক, কৃষক, যুবক, ছাত্র, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
খুলনা গেজেট/এএজে

