শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই : লবি

গেজেট প্রতিবেদন

নিজ গ্রাম ডুমুরিয়ার টোলনায় দাদা-দাদি ও পূর্বপুরুষের কবর জিয়ারত শেষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারণা শুরু করেছেন খুলনা ৫ আসনের বিএনপির প্রার্থী সাবেক এমপি আলী আসগার লবি।

নির্বাচনী প্রচারণার শুরুর দিনে লবি ডুমুরিয়ার টোলনা মাঝেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “ডুমুরিয়া-ফুলতলা আমার শিকড়। আমার জীবনের শেষ দিন পর্যন্ত এ মাটির সন্তান হিসেবে আপনাদের সেবা করে যেতে চাই। আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আপনারই আমার সবচেয়ে বড় আপনজন। আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা। বেঁচে থাকার অবলম্বন।”

তিনি আরও বলেন, “দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। ধানের শীষের দল বিএনপি যখনই ক্ষমতায় ছিলো, দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যখাত সমৃদ্ধ ও মজবুত ভিত্তিতে ছিলো। মানুষ নিরাপদে সুখে-শান্তিতে জীবনযাপন করেছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশটাকে সকল ক্ষেত্রে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে।” আগামীতে উন্নত, সুখী-সমৃদ্ধ, স্বনির্ভর ডুমুরিয়া ফুলতলা গড়তে ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিতে তিনি সর্বস্তরের ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, শেখ ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান, রফিকুল ইসলাম শুকুর, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম, মোহাম্মদ আলী, চয়ন শরীফ, শাহেদ আহমেদ, বাপ্পি পলাশ, মোল্লা সুলাইমান হোসেন, শেখ নাসির উদ্দিন, আলমগীর হোসেন ও সাইফুল্লাহ তারেক প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন