নির্বাচনের আগে একটি বিশেষ দল ভোটারদের কাছে নানা অবাস্তব অঙ্গীকার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো ভোটের আগে এমন সব বিষয়ে প্রতিশ্রুতি দিচ্ছে, যা মানুষের আয়ত্তে নেই এবং যার একক মালিকানা কেবল মহান আল্লাহর।” তিনি একে কেবল রাজনৈতিক কৌশল হিসেবে নয় বরং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বড় ধরনের বিচ্যুতি হিসেবে দেখছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে নতুন রাস্তা মোড় থেকে খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপি’র আয়োজনে খুলনা-৩ আসনে ধানের শীষের লিফলেট বিতরণ ও প্রচারণার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচিটি নগরীর নতুন রাস্তা মোড় থেকে শুরু হয়ে দৌলতপুর মোড় প্রদক্ষিণ করে খানজাহান আলী থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এএজে

