শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

খুলনা ২ আসনে হাতপাখা প্রার্থী আমানুল্লাহ’র পক্ষে গণসংযোগ

গেজেট প্রতিবেদন

খুলনা ২ আসনের হাতপাখা’র সংসদ সদস্য প্রার্থী মুফতি আমানুল্লাহ’র পক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৫ টায় নিউমার্কেট এলাকায় দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে।

তার পক্ষে দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন নগরীর সোনাডাঙ্গা থানার নিউমার্কেট, চাউল পট্টি, খ্রিষ্টান পাড়া, ময়লাপোতা থেকে টেক্সটাইল মিল পর্যন্ত জনসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুফতি ইমরান হোসাইন, মাওঃ দ্বীন ইসলাম, মো. সাইফুল ইসলাম, মো. মঈন উদ্দিন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মো. আব্দুর রশিদ, মো. নুরুজ্জামান বাবুল, মো. কবির হোসেন হাওলাদার, মো. আব্দুল মান্নান, মো. মহিদুল ইসলাম, মো. মনির হোসেন, মো. শাহ জালাল প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন