খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “বিএনপি জনগণের দাবি আদায়ের দল। বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিল, এবার সবাই ভোটকেন্দ্রে যাবে বলেই আমি বিশ্বাস করি। জনগণ ধানের শীষে ভোট বিপ্লবের মধ্য দিয়ে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেই বেছে নেবে ইনশাআল্লাহ। তারেক রহমানের দেশ গঠনের পরিকল্পনা ইতোমধ্যেই জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।”
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে পূর্ব রূপসা ঘাট এলাকায় নৈহাটি ইউনিয়ন বিএনপি আয়োজিত গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “খুলনা-৪ আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। রাস্তাঘাট, ড্রেনেজ, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কাক্সিক্ষত উন্নয়ন হয়নি। অথচ এই এলাকার মানুষের রয়েছে বিপুল সম্ভাবনা ও শ্রমশক্তি। সঠিক নেতৃত্ব পেলে খুলনা ৪ আসন অল্প সময়েই একটি আধুনিক ও উন্নত জনপদে পরিণত হতে পারে।”
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান মোল্যা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা রিয়াজুল ইসলাম, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ। পথসভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মহিউদ্দিন মিন্টু এবং সঞ্চালনা করেন দিদারুল ইসলাম।
খুলনা গেজেট/এএজে

