শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

খুলনা-৩ আসনের হাতপাখার প্রার্থী আউয়ালের গণসংযোগ

গেজেট প্রতিবেদন

খুলনা-৩ আসনে ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল যোগিপোল ইউনিয়নে গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী এই গণসংযোগকালে তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচি ও লক্ষ্য তুলে ধরেন।

এ সময় তিনি সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ভোট ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাঃ মুনতাসীর আহমাদ, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ হাসান ওবায়দুল করীম, দলের খানজাহান আলী থানা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুম, মাওলানা সিরাজুল ইসলাম, মো. জামাল হোসেন বিশ্বাস, মঈন উদ্দিন ভূঁইয়া, মুহাঃ নাজিম হাওলাদার নাঈম।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন