শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

গেজেট প্রতিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী, রাকসুর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য প্রফেসর ড. আবু সাইয়িদ। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি অফিসিয়াল ফেসবুক পেজেও অধ্যাপক সাইয়িদের বিএনপিতে যোগদানের ছবি সম্বলিত একটি পোস্টে এ তথ্য জানানো হয়।

অধ্যাপক আবু সাইয়িদ ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ছিলেন। তিনি পাবনা-১ আসনের সংসদ সদস্য ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন