শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

বেনাপোল চেকপোস্টে বিদেশি মুদ্রাসহ পাসপোর্টযাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রাসহ আব্দুস সালাম নামে একজন বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ভারত থেকে বাংলাদেশে আসার সময় তাকে আটক করা হয়।

আব্দুস সালাম মুন্সিগঞ্জ জেলার সদর থানার হাওলা পাড়ার আব্দুল সামাদ ব্যাপারীর ছেলে।

আটক আব্দুস সালাম জানান, সোমবার তিনি বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে কলকাতা যান। কলকাতা থেকে এক ব্যক্তি তার কাছে বিদেশি মুদ্রার এই ব্যাগটি দিয়েছে। ব্যাগটি যশোর থেকে এক ব্যক্তি তার কাছ থেকে নিয়ে নিবে বলে জানিয়েছেন। তিনি তাকে চেনেন না। এর বিনিময়ে ওই যাত্রী ৫ হাজার টাকা পাবেন।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টমস হাউসের সহকারী এসি অটুল গোস্বামী বলেন, ওই বাংলাদেশি যাত্রী ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় কাস্টমস তল্লাশি কেন্দ্রে আসার পর তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩২ হাজার ২০০ কানাডিয়ান ও ৩৬ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলার জব্দ করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন