ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করছে পাকিস্তান। নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপের জন্য ভারত সফরে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের সব ম্যাচ অবশ্য শ্রীলঙ্কাতেই অনুষ্ঠিত হওয়ার কথা। তবে বাংলাদেশ যদি নিরাপত্তা ঝুঁকির কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, সেক্ষেত্রে পাকিস্তানও একই ধরনের পদক্ষেপ নিতে পারে। সরকারি সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা ইস্যুতে সমর্থন চেয়ে বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের উদ্বেগ যথাযথভাবে সমাধান না হলে তা টুর্নামেন্টের প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে।
পাকিস্তান স্পষ্ট করেছে, কোনো দেশকে চাপ বা হুমকির মুখে ফেলা উচিৎ নয়। তারা এ বিষয়ে প্রতিবেশী দেশগুলোকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত কারণে ভারতে সফর না করার সিদ্ধান্ত নেয়ার পর গত ১১ জানুয়ারি বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের আগ্রহ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবি সূত্র নিশ্চিত করেছে, শ্রীলঙ্কার ভেন্যু পাওয়া না গেলে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়ে তারা আনুষ্ঠানিকভাবে আগ্রহের কথা জানিয়েছে।
সূত্রগুলো আরও জানায়, পাকিস্তানের সব ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ও আইসিসি উইমেন্স কোয়ালিফায়ারসহ বড় আইসিসি টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়।
এদিকে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের গ্রুপ বদলে আগ্রহী নয় তারা। ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন, ‘আমরা আশ্বাস পেয়েছি যে মূল সূচিতে পরিবর্তন আসছে না। আমরা শ্রীলঙ্কাতেই গ্রুপ পর্বের ম্যাচ খেলব।’
গ্রুপপর্বের ম্যাচগুলো যেন ভারতে না খেলতে হয়, সেজন্য বাংলাদেশ গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল বিসিবি। এমন পরিস্থিতিতে গ্রুপ অদলবদলের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল আয়ারল্যান্ড।
খুলনা গেজেট/এএজে

