শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ৩ কিশোর আটক

কালীগঞ্জ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোবারকগঞ্জ রেল স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় তিন কিশোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী ও রেল কর্তৃপক্ষ। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি মোবারকগঞ্জ রেল স্টেশনের সন্নিকটে পৌঁছালে বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়। এতে ট্রেনের একটি জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি লক্ষ্য করে ট্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরবর্তীতে ট্রেন থামিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তিন কিশোরকে আটক করা হয়। পরে ট্রেনে থাকা জিআরপি (রেলওয়ে পুলিশ) সদস্যরা আটক কিশোরদের খুলনা রেল স্টেশনের উদ্দেশ্যে নিয়ে যান।

মোবারকগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম জানান, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ট্রেন থামিয়ে তিন কিশোরকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। আটক কিশোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন