যশোরের বহুল আলোচিত হত্যাসহ দেড় ডজন মামলার আসামি আলামিন ওরফে চোর আলামিনকে (২৮) আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। শনিবার (১৭ জানুয়ারি) সকালে শহরের পুলেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি। তিনি জানান, পিস্তলসহ আটক আলামিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, আটক আলামিন যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র আইনের ও চাঁদাবাজিসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে।
খুলনা গেজেট/এএজে

