শনিবার । ২৪শে জানুয়ারি, ২০২৬ । ১০ই মাঘ, ১৪৩২

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ

গেজেট প্রতিবেদন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও সক্রিয়তা পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরান ঢাকা এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, “এখনও কিশোর গ্যাং ও সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যা নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক।” তিনি ওসমান হাদি হত্যায় জড়িতদেরসহ রাজনৈতিক নেতাদের ওপর হামলার সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

অনুষ্ঠান শেষে তিনি শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন