আইসিসি ওয়ানডে ব্যাটার র্যাংকিংয়ে বিরাট কোহলি এক নম্বর আসন দখল করলেন। ২০১৩ সালে প্রথমবার শীর্ষে বসেছিলেন, এনিয়ে ১১ বার।
মাঠে নামলেই কোহলির রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত হয়েছে। ভারত ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করতে পারেননি অল্পের জন্য। তবে ৯৩ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সফল ব্যাটার হয়ে গেছেন। ২৮ হাজারের বেশি রান করে এখন তিনি কেবল শচীন টেন্ডুলকারের পেছনে। আজ (বুধবার) আইসিসির নতুন র্যাংকিংয়ে এক নম্বর ব্যাটারও হয়ে গেলেন।
সম্প্রতি ওয়ানডেতে দারুণ ফর্মে আছেন কোহলি। ডানহাতি ব্যাটার সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রান করেছিলেন। তারপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৫, ১০২ ও ৬৫ রান করেন। কিউইদের বিপক্ষেও হয়তো এই ফর্ম ধরে রাখতে পারবেন তিনি।
আপাতত দারুণ ফর্মের স্বীকৃতি পেলেন। ২০২১ সালের জুলাইয়ের পর প্রথমবার ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানে তিনি। এজন্য অপেক্ষা করতে হয়েছে ৮২৫ দিন। কোহলির দারুণ পারফরম্যান্সে র্যাংকিংয়ের এক নম্বর জায়গা থেকে নেমে যেতে হয়েছে তার সতীর্থ রোহিত শর্মাকে। দুই ধাপ নেমে তিনে তিনি। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল নিয়েছেন দ্বিতীয় জায়গাটি। কোহলির চেয়ে তিনি মাত্র এক পয়েন্ট পেছনে, আর রোহিত পিছয়ে ১০ পয়েন্টে। আইসিসির বোলার র্যাংকিংয়ে ওয়ানডের শীর্ষে রশিদ খান। টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হয়েছেন সিকান্দার রাজা। পাকিস্তানের সাইম আইয়ুবকে নামিয়ে সবার উপরে জিম্বাবুয়ের তারকা।
খুলনা গেজেট/এনএম
