বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

জামায়াত নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলন স্থগিত

গেজেট প্রতিবেদন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার দুপুর দুইটার পর আন্দোলনরত ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ এ তথ্য জানিয়েছেন।

বিকেল ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এতে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছিলো।

এদিকে ১১ দলীয় এই সমঝোতায় থাকা-না থাকা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চাহিদামতো আসন সমঝোতা না হওয়ায় তারা এতে থাকছে না বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি দলটি।

এছাড়া ইসলামী আন্দোলন এতে না থাকলে আর কোনো দল পিছুটান দেবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন