ফুটবল বিশ্বকাপের আনন্দোৎসব শুরু হতে বাকি প্রায় পাঁচ মাস। ১১ জুন মেক্সিকো থেকে শুরু হবে এবারের আসর। এর আগে বিশ্বভ্রমণে বেরিয়েছে সোনালি এই ট্রফি। আটলান্টিক পাড়ি দিয়ে ভারত হয়ে আজ এই ট্রফি ঢাকায় এসেছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ট্রফি বরণ করা হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তা রাখা হবে ঢাকার র্যাডিসন ব্লু হোটেলে।
৩ জানুয়ারি আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে শুরু হয়েছিল বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ। ১৫০ দিনের ভ্রমণে বিশ্বের ৩০ দেশের ৭৫ স্থানে দর্শকদের প্রদর্শনের জন্য রাখা হচ্ছে এটি। এবার ট্রফি ট্যুরে বাংলাদেশে আসছেন ২০০২ সালের ব্রাজিলের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। এ নিয়ে চতুর্থবারের মতো ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সর্বশেষ এসেছিল ২০২২ সালে।
বিশেষ বিমানে চড়েই বিশ্বভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। ফিফার নির্বাচন করা ফুটবল কিংবদন্তিরা সঙ্গী হিসেবে থাকেন ট্রফির সঙ্গে। বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার সুযোগ সবার নেই। শুধু বিশ্বকাপজয়ীরা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও ফিফা সভাপতিই আসল বিশ্বকাপ ট্রফি স্পর্শ করতে পারেন।
এ ট্রফি দেখার জন্য কোমলপানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান কোকাকোলা ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইন পরিচালনা করেছিল ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। সে ক্যাম্পেইনে বিজয়ীরাই শুধু কাছ থেকে এ ট্রফি দেখতে পারবেন। এ জন্য তাদের মানতে হবে কিছু বিধিনিষেধ।
যারা বিশ্বকাপ ট্রফি দেখতে যাবেন, তাদের ৭-১০ ইঞ্চির চেয়ে বড় কোনো ব্যাকপ্যাক বহন নিষিদ্ধ করা হয়েছে। ট্রফি প্রদর্শনের ভেন্যুতে নিষিদ্ধ থাকবে ধূমপান। ক্যাম্পেইনে যারা বিজয়ী হয়েছেন, তারা টিকিট কোনোভাবেই হস্তান্তর করতে পারবেন না। কোনোভাবেই টিকিট ফের ব্যবহার করা যাবে না। দর্শনার্থীরা নিষিদ্ধ কিংবা ধারালো কোনো বস্তু বহন করতে পারবেন না। দর্শনার্থীদের নির্দিষ্ট কোনো দেশের পতাকা বহন করার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম
