নগরীর দৌলতপুর ১ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামীর মহানগরী আমির ও খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। রবিবার (১১ জানুয়ারি) দৌলতপুর বণিকপাড়া, মণিকতলা, উত্তর রেলীগেটসহ পাবলা ও মহেশ্বরপাশা এলাকায় গণসংযোগ করেন তিনি। এসময় তিনি ঘরে ঘরে গিয়ে এলাকাবাসীর সমস্যা শোনেন এবং নির্বাচিত হলে পরিকল্পিত ও টেকসই সমাধানের আশ্বাস দেন।
অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “দাড়িপাল্লা প্রতীক ন্যায় ও ইনসাফের প্রতীক। নির্বাচিত হলে কথা নয়, কাজের মাধ্যমে পরিবর্তন আনবো।” তিনি শিশু, তরুণ, যুবক ও বৃদ্ধ মা-বোনদের দোয়া চান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগরীর আইবিডাব্লিউএফ সেক্রেটারি এস এম আজিজুল ইসলাম স্বপন, বিএল কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ বুখারী, সালমান ফারসি, মো. রেজাউল কবির, মাওলানা সেলিম রেজা, হালিমা জব্বার, আব্দুস সাত্তার, ওসমান, হাফেজ সামসুল হক, মিনহাজুর রহমান, এ বি এম মহিউদ্দিন আলমগীর, হাবিবুর রহমান কানু, আরিফুল ইসলাম, ইউসুফ মিয়া, আব্দুর রহমান, রফিকুল ইসলাম, সেলিম, আব্দুল হালিম, লায়লি বেগম, সুরাইয়া কান্তা, নাজমা আক্তার, মিস মায়েশা, আয়েশা, জালাল শেখ, আব্দুল্লাহ, বেলায়েত, জাহাঙ্গীর, জিয়া, শহীদুল, জয়নাল আবেদীন, ইয়াসিন, মিজানুর রহমান, শহিদুল আলম, আরিফ, রোজিনা মিয়া, ছাত্রশিবির নেতা আব্দুল ওয়াসি, আব্দুল্লাহ ইসলাম, তাজুল ইসলাম, ওসমান, তানভীর আজাদ ওভি, নাজিম খান, হাফেজ আব্দুল্লাহ, এস কে আলামিন, হাফেজ আরাফাত, আজিজুল ইসলাম, খায়রুল বাশার প্রমুখ।
খুলনা গেজেট/এএজে
