বাগেরহাটের ফকিরহাটে স্ত্রীকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকার একটি বাগান থেকে শুকুরণ বেগম (৩২) নামে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সে উপজেলার লখপুর পঁচাখাল এলাকার শ্রমিক মাহবুব নিকারীর স্ত্রী।
ফকিরহাট থানার উপরিদর্শক (এসআই) শিবলী নোমান ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৯টার দিকে স্থানীয়রা কাটাখালী বাসস্ট্যান্ড এলাকার একটি বাগানে জামরুল গাছের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শুকুরণ বেগমের মরদেহ দেখতে পান।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পরে বিকেলে নিহতের বোন শিউলী খাতুন শুরুরণ বেগমের স্বামী মাহবুব নিকারীর নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
ফকিরহাট মডেল থানার ওসি তদন্ত মো. আলমগীর হোসেন বলেন, “শুকুরণ বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী মাহবুব নিকারীর নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের ময়নাতদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে।”
খুলনা গেজেট/এএজে
