সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় বিচারক, চিকিৎস্যক, শিক্ষক, ব্যাংক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, ও পুলিশ সদস্যসহ নতুন করে আরো ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২৩ জুলাই পর্যন্ত মোট ৬০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এটি জেলায় আক্রান্তের সংখ্যার দিকে থেকে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে গত ১২ জুলাই জেলায় রেকড ৪৩ জনের করোনা শনাক্ত হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে উক্ত ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে যবিপ্রবি ল্যাব থেকে ৫ জন ও খুমেক হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩৫ জনের রির্পোট এসেছে।
নতুন করে করোনা আক্রান্তরা হলেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মোঃ মোকলেছুর রহমান (৪২), শ্যামনগর উপজেলার সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম (৬৩), আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী আব্দুল খালেক (৩৬), ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার মিকারুল হাসান (৪৬), আবু মুসা (৩৫) ও ইমদাদুল হক(৩৩), তালার ঘোনা প্রাইমারী স্কুলের শিক্ষক ইরানী খাতুন (৩৮), সাতক্ষীরা পুলিশ লাইনস এর এএসআই ফারহানা (২০), সদর থানার এএসআই সুমন আলী (৩২), ট্রাফিক পুলিশ সদস্য মিজানুর রহমান (৪৫), তালা উপজেলার জেঠুয়া গ্রামের তরিকুজ্জামান (৪২), সাত্তামপুর গ্রামের শেখ হাফিজুর রহমান (৩৪), তেঁতুলিয়া গ্রামের আফসার উদ্দিন (৬০), দেবহাটা উপজেলার রামনাথপুর গ্রামের সায়ন ঘটক (৫২), বহেরা গ্রামের সেলিম (৩৪), শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের রনজিত কুমার (৪৮), গোলাখালী গ্রামের প্রজিত (৩০), মানিকখালী গ্রামের শ্যামল মন্ডল (৫১), কৈখালী গ্রামের আব্দুল জলিল (৪৬), কলারোয়া উপজেলার হিজলদী গ্রামের রাখি (৩৫), সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার ওমর আলী (৬০), রসুলপুর গ্রামের শেখ আরিফুজ্জামান (৩২), মুনজিতপুর এলাকার মীম(১৭), সদর উপজেলার সোলইপুর গ্রামের শহদেব (৫২), কালিগঞ্জ উপজেলার লক্ষ্মিনাথপুর গ্রামের জিয়াউর রহমান (৪৪), শ্রীপুর গ্রামের জামাল উদ্দিন (৪৫),গোলখালী গ্রামের রওশান আলী (৫১), ভাড়াশিমলা গ্রামের আব্দুল খালেক (২৮) ও ইব্রাহিম গাজী (৫০), বাজার গ্রামের শিরিনা (৪৮), শ্রীখলা গ্রামের শাহিন আলম (২৮), সরাবদিপুর গ্রামের জি,এম হাফিজুর রহমান (৫০), বরেয়া গ্রামের আরিফুল ইসলাম (৪৬), নলতা গ্রামের আলি আহসান (২১), মৌতলা গ্রামের মীর হোসেইন (৩০), তারালী গ্রামের রওশানারা (৫৯), মহাতপুর গ্রামের সায়রা খাতুন (১৮), একই গ্রামের শাহিনা আক্তার (৪১), শাহানারা খাতুন (৬৫) ও আমেনা খাতুন (২০)।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার যাবিপ্রবি এবং খুমেক হাসপতালের পিসিআর ল্যাব থেকে সাতক্ষীরার ৪০ জনের করোনা পজেটিভ রির্পোট এসেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লক ডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে।