বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জনাব তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা বিএনপি নেতৃবৃন্দ। বিএনপি’র প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অটল-অবিচল ইস্পাত দৃঢ় নেতৃত্বে জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন বলে নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী যৌথ বিবৃতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
নেতৃবৃন্দ আরও বলেছেন, দলের প্রাথমিক সদস্য পদ নিয়ে তৃণমূল থেকে ধাপে ধাপে গড়ে উঠা নেতৃত্বের গুণাবলি সম্বৃদ্ধ তারেক রহমান মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় সুদক্ষতার সাথে শুধু বিএনপি নয়, বাংলাদেশ পরিচালনার জন্য প্রস্তুত ইনশাল্লাহ। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া অকুতোভয় তারেক রহমানের দিকে তাকিয়ে সমগ্র বাংলাদেশ। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সকল দল-মত, পাহাড়-সমতল, ধর্ম-বর্ণ, সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে অত্যাধুনিক স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবেন তারেক রহমান। তাঁর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যদিয়ে স্বপ্নের বাংলাদেশ হবে সবার। বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনায় তারেক রহমান হবেন বিশ্ব দরবারের উজ্জল মডেল-এমনি প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন- খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পী, সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, এসএম শামীম কবির, গাজী তফসির আহমেদ, কামরুজ্জামান, মনিরুল হক বাবুল, অসিম কুমার সাহা ও এনামুল হক সজল।
খুলনা গেজেট/এএজে
