বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

বিবেকহীন শিক্ষার কোনো মূল্য নেই: বকুল

গেজেট প্রতিবেদন

খুলনা নগরীর চরেরহাট খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেএইচএস-১৯৮৩ (KHS-1983) ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে স্কুল প্রাঙ্গণে দীর্ঘদিনের পুরোনো বন্ধুদের এই মিলনমেলা এক আবেগঘন পরিবেশে রূপ নেয়।

অনুষ্ঠানে ওই ব্যাচেরই ছাত্র, কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল উপস্থিত হয়ে শৈশবের বন্ধুদের সাথে স্মৃতিচারণ করেন। তিনি প্রতিটি বন্ধুর খোঁজ-খবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

অনুষ্ঠান মঞ্চে দেওয়া বক্তব্যে রকিবুল ইসলাম বকুল শিক্ষার চেয়ে মানুষের মনুষ্যত্ব ও বিবেকের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমরা মানুষ, আমাদের মধ্যে বিবেক থাকা উচিত। কলমে যদি কালি না থাকে, তবে সেই কলম যেমন কোনো কাজে আসে না। ঠিক তেমনি মানুষের যদি বিবেক না থাকে, তবে সে যত বড় ডিগ্রিই অর্জন করুক না কেন, তা মানুষের জীবনে কোনো উপকারে আসে না।

উপস্থিত বন্ধুদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কেবল সার্টিফিকেট অর্জনই প্রকৃত শিক্ষা নয়। আমাদের সবারই বিবেকবান মানুষ হওয়া উচিত। আমাদের আচার-আচরণ এবং কাজ যেন সমাজের কল্যাণে আসে, সেই চেষ্টাই করতে হবে। আজকের এই পুনর্মিলনী আমাদের সেই পুরোনো দিনের ভ্রাতৃত্ব আর বিবেকবোধকে আরও জাগ্রত করার সুযোগ করে দিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৩ ব্যাচের ছাত্র ও হ্যামকো গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাচের বন্ধু মহলের মো. আবুল হোসেন, মোহাম্মদ ইউনুছ আলী, মো. সিরাজুল ইসলাম, মো. রফিকুল ইসলাম মাতব্বর, রনি কাজী, শওকত হোসেন ও আজিজুল হাসান মিন্টু।

স্মৃতিচারণমূলক এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজী সিরাজুল ইসলাম, মনি কাজী, সাইফুল ইসলাম, আনিসুর রহমান, গাজীপুর শেখ জুবায়ের, মোহাম্মদ জাকির হোসেন, আবু বক্কর মোল্লা, আবুল কালাম, জাকির হোসেন, সমীর দত্ত, মাধব কুমার দাস, ইন্দ্রজিৎ কুমার, কৃষ্ণ চন্দ্র পাল, সোহরাব মল্লিক, রফিকুর রহমান, মঞ্জুর ইকবাল টিটু ও আব্দুস সাত্তারসহ আরও অনেকে।

দিনব্যাপী এই আয়োজনে ছিল স্মৃতি রোমন্থন, প্রীতিভোজ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দীর্ঘ বছর পর সহপাঠীদের কাছে পেয়ে উৎসবে মেতে ওঠেন ৮৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

একই দিনে বিকেলে নগরীর খালিশপুরসহ দুর্বার সংঘ ক্লাবে আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন