বুধবার । ১৪ই জানুয়ারি, ২০২৬ । ৩০শে পৌষ, ১৪৩২

বিসিবির মতামতকে গুরুত্ব দিচ্ছে আইসিসি

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ খেলবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না চাওয়ার অভিপ্রায় জানিয়ে বিসিবি আইসিসিকে একটি মেইল করেছে ইতোমধ্যে। বিসিবি এবার জানিয়েছে, বোর্ডের চাওয়া ও মতামতকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আইসিসি।

বিষয়টি বিসিবি জানতে পেরেছে আইসিসির পাঠানো বার্তা থেকে। সেখানে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, টুর্নামেন্টে যেন বাংলাদেশ দল পূর্ণাঙ্গভাবে ও নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে, সেটা নিশ্চিত করতে তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি একটি বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

নিরাপত্তা সংক্রান্ত বেশ কিছু উদ্বেগ প্রকাশ করেছিল বিসিবি। সেসব সমাধানে বিসিবির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও জানিয়েছে আইসিসি।

একই সঙ্গে ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বিসিবির মতামত ও প্রস্তাবগুলো গুরুত্বসহকারে গ্রহণ ও বিবেচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

গতকাল ক্রিকইনফো দাবি করেছিল, বাংলাদেশকে নাকি আইসিসি আলটিমেটামই দিয়ে দিয়েছে, যেখানে বলা হয়েছে ভারতে গিয়েই বিশ্বকাপে খেলতে হবে, তা না হলে পয়েন্ট কাটা যাবে। তবে বিসিবি সেসব দাবি উড়িয়ে দিয়েছে। বিসিবির কথা, ‘এ ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন’। বোর্ডের কথা, আইসিসির সঙ্গে যেভাবে যোগাযোগ হচ্ছে, তার আসল বিষয়বস্তু বা ভাষার সঙ্গে এইসব দাবির কোনো মিল নেই।

বিসিবির আশা, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে একটি বাস্তবসম্মত ও সৌহার্দপূর্ণ সমাধান আসবে। যার ফলে বাংলাদেশও আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সফলভাবে অংশ নিতে পারবে।

বিশ্বকাপে বাংলাদেশ আছে সি গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ইতালি, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম তিন ম্যাচ কলকাতায় ও একটি ম্যাচ মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি ভারতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার ফলে এখন সেখানে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বিসিবি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন